E-Return Income Tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ! E return Sign up । ই রিটার্ণ রেজিস্ট্রেশন করার নিয়ম ২০২৪
অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে, আপনি যে পরিমাণ আয় করেছেন তার উৎস দেখাতে হবে এবং তা কোথায় ব্যয় হয়েছে তা এন্ট্রি করেছেন কিনা। যদি ব্যয় করে থাকেন তবে তা দায় নাকি সম্পদ অর্জনে ব্যয় হয়েছে তা নিশ্চিত করতে হবে। আয়ের সাথে সম্পদ/দায় মেলাতে হবে। E return bd । Online tax return 2022-23 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন
অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না।
নিচের চিত্রের মত করে রেজিস্ট্রেশন করুন এবং তথ্য এন্ট্রি দিন। দেখবেন অটোমেটিক্যালি রিটার্ণ ফাইল তৈরি হয়ে গেছে।
আয় ও সম্পদ/দায় সমান হতে হবে। Difference = 0 হতে হবে। কোনভাবে পার্থক্য নেগেটিভ বা পজেটিভ হওয়া যাবে না। কোনভাবে ব্যয় বা সম্পদ অর্জন বা দায় মিলিয়ে নিতে হবে। ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করার নিয়ম – https://etaxnbr.gov.bd এই লিংকে গিয়ে Registration এ ক্লিক করুন। প্রথম বক্সে আপনার টিআইন (TIN) নম্বরটি লিখুন। তারপর আপনার নিজের জাতীয় পরিচয়পত্র দ্বারা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা আছে এমন মোবাইল নম্বরটি লিখুন (প্রথম শুন্য বাদে)। এরপর ক্যাপচা কোডটি সঠিকভাবে লিখুন এবং সবশেষে Verify বাটনে ক্লিক করুন। মোবাইলের ওটিপি লিখে পাসওয়ার্ড সেট করুন এবং Submit ক্লিক করে রেজিস্ট্রেশন শেষ করে লগিন করলেই আপনি ড্যাসবোর্ড দেখতে পারেন। ড্যাসবোর্ডে অটোমেটিক তথ্য দেখাবে।